রাজশাহীর তানোর পৌর এলাকার উপজেলায় আমশো উ”চ বিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আনসার সদস্যরা।
এসময় আনসার সদস্যদের মধ্যে একজন আশি বছরের বৃদ্ধা আব্দুল হামিদকে ওই স্কুলের সামনে দেখে বেধড়ক পেটানো হয়।বৃদ্ধাকে পেটানোর জন্য ফুঁসে উঠে গ্রামবাসী।
মারপিটের ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রনে আনেন এবং প্রায় পনেরো বছরের এক যুবককে কাঁদা মাখা অব¯’ায় আটক করে পুলিশ। এরপরেই সাবেক ছাত্রদলের নেতা আমশোগ্রামের বাসিন্দা মৃত আব্দুল হামিদের পুত্র সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুল মালেককে মোবাইলে ডেকে নিয়ে নির্বাহীর দপ্তরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় ঘটে মারপিটের ঘটনা এবং রাত্রি প্রায় সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমান আদালতে দেয়া হয় সাজা। ছাত্রদলের সাবেক নেতা আব্দুল মালেক কে এভাবে সাজা দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান এবং হামলা কারী প্রকৃত ব্যক্তিদের আইনের আওতায় এনে সাজা দেবার দাবিও জানিয়েছেন। এছাড়াও ফেসবুকে নিন্দা জানিয়েছেন সাবেক সাধারন সম্পাদক মফিজ উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তানোরের আমশো উ”চ বিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য নির্ধারণ করে ওই বিদ্যালয়টি সোমবার সন্ধ্যার দিকে পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেকসহ ৪ জন আনসার সদস্য। কিš‘ গ্রামে করোনাভাইরাসের প্রাতিষ্ঠানিক কোরেন্টাইন করা হ”েছ জেনে এলাকাবাসী তাতে ক্ষুব্ধ হন এবং বাধা দেয়ার জন্য জড়ো হন।
এসময় ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। তবে এলাকাবাসী সেই নির্দেশ উপেক্ষা করে এগিয়ে আসতে শুরু করেন। এসময় ম্যাজিসেট্রট সাথে থাকা আনসার বাহিনীর সদস্যরা নির্দেশনা পালনের জন্য এলাকাবাসীর দিকে এগিয়ে গেলে উত্তেজনা শুরু হয়।
এতে করে এই ঘটনায় আহত হয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক, আনসার সদস্য রাজিব, আলামিন, সুজন ও ইউএনও অফিসের কর্মচারী নির্মূল।
নাম প্রকাশ না করে আমশোগ্রামের বেশকিছু ব্যক্তি বলেন প্রাতিষ্ঠানিক কোরেন্টিনের জন্য একে সরকার কলেজ আছে, মডেল স্কুল আছে । কিš‘ গ্রামের ভিতরের শিক্ষা প্রতিষ্ঠানকে কেন বেছে নেয়া হল। কারোর উপরে হামলা হয়নি বরং হামিদ নামের ৮০ বছরের বৃদ্ধাকে ম্যাজিস্ট্রেটের গাড়িতে থাকা নির্মল নামের এক ব্যক্তি বেধড়ক পেটায় এতেই গ্রামের লোকজন উত্তেজ্জিত হয়ে পড়েন।
আর মালেক সেই মারপিট থামানোর জন্য ব্যাপক ভুমিকা রাখেন । অথচ তাকেই কারাগারে যেত হল। ৬মাসের জেল হবার পর ইউএনওর পাসের দপ্তরে মালেক জানান আমি মারামারি থামালাম , আমাকে ইউএনও স্যার ফোন দিয়ে ডেকে ৬মাসের জেল দিল।
এ ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, সরকারি কাজে বাধা ও সামাজিক দূরুত্ব না মেনে গণজমায়েত করার অভিযোগে আব্দুল মালেক নামের একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয়মাসের কারাদ- দেয়া হয়েছে।