অবশেষে করোনার কাছে হার মানতে হলো ডঃ মঈন উদ্দিন কে। ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন কৃতি ছাত্র, সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মঈন উদ্দিন, এফসিপিএস(মেডিসিন), এমডি(কার্ডিওলজি) ।
করোনা রুগিদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে আজ সকালে বুধবার (১৫ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিরনিদ্রায় শায়িত হলেন।(ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজেউন)।
এই আত্মত্যাগী বীর ও জাতির সূর্য সন্তান কে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ ডা. মইনুল ইসলাম ডালিম এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, সিলেটে করোনা আক্রান্ত হওয়ার পর ডা. মইনের উন্নত চিকিৎসার জন্য তাকে ৮ এপ্রিল ঢাকায় নিয়ে আসা হয়। দু’দিন আগে তাকে লাইফ সাপোর্টে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।