নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় স্ত্রী কর্তৃক ভয়ংকর প্রতারণার শিকার হয়েছেন কাতার প্রবাসী স্বামী মুহাম্মদ সফর আলী(৩০)। স্ত্রী সখিনা আক্তার (২৫) জমি ক্রয়ের নাম করে কাতার প্রবাসী মুহাম্মদ সফর আলীর কাছ থেকে ১২’লাখ টাকা মূল্যের জমি প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্ত্রী সখিনা আক্তারসহ ৫’জনের বিরুদ্ধে ভুক্তভোগী প্রবাসী মুহাম্মদ সফর আলীর বাবা আসাদ মিয়া(৫৫) গত বুধবার (১৫’জুলাই) বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীর টেক গ্রামের আসাদ মিয়ার ছেলে কাতার প্রবাসী মুহাম্মদ সফর আলী’র সাথে একই এলাকার নুরুল ইসলামের মেয়ে সখিনা আক্তারের সাথে ৭’বছর পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়। গত ১’বছর পূর্বে স্বামী সফর আলী ১২’লাখ টাকা মূল্যের ২২.৫০ শতাংশ নাল জমি ক্রয় করে। কিন্তু স্বামী প্রবাসে থাকার সুবাদে অভিযুক্ত ফাতেমা আক্তার, আমেনা বেগম, নুরুল ইসলাম ও শুক্কুর আলীর সহযোগিতায় স্ত্রী সখিনা আক্তার উক্ত জমি স্বামী সফর আলীর নামে রেজিষ্ট্রি না করে প্রতারণা করে নিজের নামে রেজিষ্ট্রি করে নেয়।
নিজের নামে জমি রেজিষ্ট্রি করার পর থেকে স্বামী সফর আলীর সংসার ছেড়ে তার নিজ পিত্রালয়ে অবস্থান করছেন প্রতারক স্ত্রী সখিনা আক্তার। অভিযোগের উক্ত সদস্যদের সাথে নিয়ে স্বামী সফর আলীর পরিবারে ঝগড়া বিবাদের পাশাপাশি প্রতিনিয়ত হামলা, মামলার হুমকি প্রদান করে আসছে। এবং স্বামী সফর আলীর সংসার করবে না বলে সাফ জানিয়েছেন প্রতারক স্ত্রী সখিনা আক্তার ও তার পরিবার।
এই দিকে ভুক্তভোগী কাতার প্রবাসী অসহায় স্বামী সফর আলী মুঠোফোনে জানান, আমার সরলতার সুযোগ নিয়ে অভিনব কায়দায় স্ত্রী সখিনা আক্তারও তার স্বজনরা আমার সাথে প্রতারনা করেছে। আমার কষ্টার্জিত অর্থ দিয়ে ক্রয় করা জমি ও গচ্ছিত টাকা পয়সা আত্মাসাৎ করার পর থেকেই আমার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে।
এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবি জানান এলাকার সচেতন মহল। প্রবাসী মুহাম্মদ সফর আলীর স্ত্রী সখিনা বলেন, আমার কাছে টাকা পাঠাইছে সে টাকা আমি তার বাবাকে দিয়েছি। সখিনার বড় বোনের স্বামী শুক্কুর আলী বলেন, আমার শালিকা জমি কিনেছে ভিতরের খবর তো আমি জানি না।