দিনাজপুরের হিলিতে কম্বাইন হারভেষ্টর (ধান কাটার জন্য) মেসিন পেলো হাকিমপুর উপজেলার খট্টা-মাধবপাড়া গ্রামের কৃষক রাশেদুল ইসলাম। ওই মেসিনটির মুল্য ২৯ লাখ ৫ হাজার টাকা।আর এতে নরকার ভুরতুগি দিয়েছে ১৪ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে হাকিমপুর উপজেলা চত্তরে মেসিনটি বিতরন করেন উপজেলা কৃষি অফিসার শামিমা নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।
উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, এলাকার কৃষকেরা কেহ যদি নিতে চায় সেই খেত্রে সরকার ৫০% ভুরতুগি দিতে পারে।