প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আমেরিকায় দ্বিতীয় দিনের মতো রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার) দেশটিতে মারা গেছে দুই হাজার ৩৭১ জন। এ নিয়ে আমেরিকায় মোট ৩০ হাজার ৮৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল। আগের দিন মঙ্গলবার মারা গেছে দুই হাজার ৩৬৪ জন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন করোনাভাইরাসের চূড়ান্ত অবস্থা পার করেছে আমেরিকা এবং বৃহস্পতিবার কিছু কিছু জায়গায় লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা রয়েছে তখন বার্তা সংস্থা রয়টার্স মৃত্যুর এই ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ করল।
গত ২৯ ফেব্রুয়ারি আমেরিকায় প্রথম করোনারোগীর মৃত্যু হয় এবং ৩৮ দিনের ব্যবধানে সে সংখ্যা ১০ হাজারে পৌঁছায়। এরপর মাত্র নয়দিনে সেই সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
মার্কিন সরকারি কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসে মৃত্যুর যে খবর প্রকাশ করা হচ্ছে প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি কারণ অনেকেই নিজেদের বাড়িঘরে মারা যাচ্ছে কিন্তু সেগুলো পরীক্ষার আওতায় আনা হয় নি এবং করোনাভাইরাসে মৃত্যু হিসেবে ধরা হচ্ছে না। আমেরিকায় এ পর্যন্ত ছয় লাখ ৩৬ হাজার ৩৬৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে।