ঈদুল আজহার ঈদের অনুষ্ঠানে একুশে টিভিতে ঈদের ৫ম দিনে রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ একক নাটক ভীমরথী। নামটাই মনে হচ্ছে আকর্ষনীয়। কাহিনী দুই মেয়ে একটা বাসা ভাড়া থাকে। বাড়ীওয়ালা তাদের মাঝে মাঝেই ডিস্ট্রাব করে। এদিকে দুজনে একই অফিসে চাকরী করে। তাদের বস একজন মেয়ে।
সে প্রতিদিন তাদের লেট হলে ১০টাকা করে বেতন কাটে। হঠ্যাৎ মেয়ে বস একজন পুরুষকে নিয়োগ দেয়। রুমা ঝুমা দুই মেয়ে তার পিছনে লাগে। ফলে দুজনের বন্ধুত্বে ফাটল ধরে। দুজনই বাড়ীওয়ালার কাছে পরামর্শ চাই। পুরুষ কর্মচারী আসলে বসেরই প্রেমিকা। তারা দুজনে এক হয় আর দুই বান্ধবী দৌড়ে বাড়ীওয়ালার কাছে যায়।
হাস্যত্বক কাহিনী নিয়ে জাহিদ বাবুলের রচনায় সেলিম রেজার পরিচালনায় ভীমরথী। অভিনয়ে এসএন জনী, গোলাম ফরিদা ছন্দা, নাবিলা ইসলাম, দোয়েল ম্যাশ, সেলিম রেজা, প্রহর সরকার, তারেক ইসলাম, পার্থ।
উল্লেখ্য এবারের ঈদে সেলিম রেজা অভিনীত একক নাটক কমেডি রোবট ও ঈদ ধারাবহিক লকডাউনের চোর নামে আরও দুটি নাটক প্রচারিত হবে।