আজ দ্যা নিউ ইংল্যান্ড জার্ণালস অব মেডিসিন এ প্রকাশিত আর্টিকেল অনুযায়ী, নিউইয়র্কের দুইটি হাসপাতালে পরিচালিত জরিপ থেকে দেখা যায় ৮৭.৯% করোনা আক্রান্ত গর্ভবতী মহিলার মধ্যে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি।
২২ মার্চ থেকে ৪ এপ্রিল নিউইয়র্ক সিটির দুইটি হাসপাতালে সন্তান জন্মদানের জন্য ভর্তি হওয়া ২১৫ রোগীর নমুনা পরীক্ষা করে ৩৩ জন করোনা পজিটিভ পাওয়া যায়; যার মধ্যে ২৯ জনের পূর্ব থেকে করোনার কোন লক্ষণ পরিলক্ষিত হয়নি।
কলম্বিয়া ইউনিভার্সিটি আইভিং মেডিকেল সেন্টারের গাইনোকোলজিস্ট ডা.ডোনা গফম্যান এই জরিপ পরিচালনা করেন।
তিনি বলেন,’এখনো যেহেতু গর্ভে কিংবা বুকের দুধ পানে শিশুর করোনায় আক্রান্ত হওয়া প্রমাণিত হয়নি, তাই শিশুর কাছাকাছি যেতে মায়ের কোন বাঁধা নেই। কিন্তু শিশুর নিকট থাকাকালীন সময়ে মা কে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
এছাড়া তিনি করোনা মোকাবেলায় পরীক্ষার ওপর জোর দিয়েছেন। তাঁর মতে করোনা মোকাবেলার প্রাথমিক হাতিয়ার করোনা টেস্ট।