1. gnewsbd24@gmail.com : admi2019 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

সিলেট প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৭ বার পঠিত

সিলেটের ওসমনী নগর উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার তানপুর নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সকালে সিলেটমুখী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস ও ঢাকামুখী একটি প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের অর্ধেকটাই বাসের সামনের দিকে নিচে ঢুকে যায়। এসময় ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটার মেশিন দিয়ে প্রাইভেটকার ও বাসের সামনের অংশ কেটে মৃতদের বের করে নিয়ে আসেন। নিহত ও আহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2011 Gnewsbd24
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazargewsbd451