মাগুরা সদরের লক্ষিকান্দর পশ্চিম পাড়া গ্রামের ভরত বিশ্বাসকে গত রবিবার সন্ধ্যা ৬ টার দিকে নিজ বাড়ির সামনে থেকে কতিপয় কিছু দুষ্কৃতকারী একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে।
অপহরনের বিষয়ে ভরত বিশ্বাসের স্ত্রী মুক্তা বিশ্বাস (৩০) জানান, সন্ধ্যা ৬ টার দিকে তারা দুজনে বাড়ির সামনে দাড়িয়ে কথা বলছিল। এ সময় একটি সিলভার কালার মাইক্রোবাস তাদের সামনে এসে দাড়ায়। গাড়ি থেকে দুই জন লোক নেমে তার স্বামীকে টেনে হিচড়ে গাড়িতে ওঠায়।
এ সময় স্বামীকে গাড়ি থেকে নামাতে সে গাড়িতে উঠে পড়ে। তখন ওরা তাকে ধাক্কা দিয়ে রাস্তার উপর ফেলে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এর পর থেকে ভরত বিশ্বাসের মোবাইল ফোন বন্ধ। ঘটনার পরপরই সদর থানায় সাধারন ডায়রি করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, তাকে উদ্ধারের জোর চেষ্টা চলছে। নিখোঁজ ভরত বিশ্বাস (৪০) লক্ষিকান্দর পশ্চিম পাড়া গ্রামের রতন বিশ্বাসের ছেলে। সে পেশায় এক জন ঔশুধের দোকানের কর্মচারী। তার দুটি সন্তান রয়েছে।