বগুড়ার গাবতলী থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক পাঁচপাইকা গ্রাম এর কৃতিসন্তান মোমিনুল হাসান মোমিন করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতা মোমিন এর দ্রুত সুস্থ্যতা ও রোগমুক্তি কামনা করে গতকাল মঙ্গলবার বাদআছর লাংলুহাট মদীনাতুল উলুম হাজী বিবি হায়েতুন্নেছা হাফেজিয়া মাদ্রাসা জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ডাঃ নুহু আলম সরদার, বিএনপি নেতা শাহজাহান আলী, আমজাদ হোসেন, আফজাল হোসেন, আবু তাহের খন্দকার, এসএম শাহ আলম রাসেল, সাহাদৎ হোসেন, সাইফুল ইসলাম, যুবদল নেতা আমিরুল ইসলাম মিঠু, জেলা ছাত্রদল এর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, ছাত্রদল নেতা মাসুদ রানা ও রাসেল আহম্মেদ প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওঃ বোরহান উদ্দিন।