ফের এক কিশোরীসহ নীলফামারীতে আরো তিন ব্যক্তির করোনা ভাইরাস পজেটিপ পাওয়া গিয়াছে। এ নিয়ে জেলায় করোনা রোগী সনাক্ত হলো ৯ জনে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন
জানা যায়, আক্রান্ত ওই তিন ব্যক্তির মধ্যে দুইজন সদরের চাপড়া সরঞ্জানী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার ও অপরজন হলো জেলার ডিমলার নাউতারা ইউনিয়নের পূর্বশালহাটি গ্রামের এক কিশোরী (১৫)। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সদরের চেয়ারম্যান পাড়া ডিংডিং গ্রামের ২৬ ও ১৬ বছরের ওই দুই জন নারায়ানগঞ্জে এক বেকারীর (বিস্কুট কারখানার) শ্রমিক। সম্প্রতি তারা নিজবাড়িতে করোনার উপসর্গ নিয়ে ফিরে এসে।
অন্যদিকে, ডিমলার ওই কিশোরী (১৫) ঢাকার আগুলিয়ার একটি তৈরী পোষাক কারখানার শ্রমিক। সেও করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজ গ্রামে ফিরে আসে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ গত দুইদিন আগে তাদের নমুনা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (পিসিআর) করোনা পরীক্ষাগারে প্রেরন করে। শুক্রবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে ওই তিনজনের করোনা পজেটিপের প্রতিবেদন (রির্পোট) আসে। এ নিয়ে জেলার করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।