রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন (৭৮) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পূর্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের বটতলি এলাকার কুছড়া গ্রামের নিজ বাসভবনের সামনে গোদাগাড়ী মডেল থানার পুলিশের একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী,গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস প্রমুখ। জানাজা শেষ স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।