মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের সত্যপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২ টায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. জিনারুল (৭)। সে একই গ্রামের বাসিন্দা জাহিদুল মন্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলা করছিল শিশু জিনারুল। খেলার একপর্যায়ে সে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।