কুড়িগ্রামের উলিপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক ও শারীরিক দুরুত্ব বজায় রাখতেই মাঠে এ হাটের ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন।
দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধ ও উদ্ভূদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুরু থেকে সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। কিন্তু এসব নির্দেশনার তোয়াক্কা না করে জন সমাগম করেই চলছিল বেঁচাকেনা। পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় জন সমাগম রোধ করা গেলেও বেশিরভাগ সময় তা মানছেন না জনগন। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে খুঁচরা ও পাইকারী কাঁচাবাজার স্থানান্তর করা হয়।
শনিবার দুপুরে স্টেডিয়াম মাঠে গিয়ে দেখা যায়, কোন হইহুল্লোড় নেই, তবে ক্রেতার সংখ্যা কম। সামাজিক দুরুত্ব বজায় রেখে ক্রেতারা তাদের পছন্দমত বাজার করছেন। এসময় বাজার করতে আসা কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আগে করোনার ভয় নিয়ে বাজার করতে হয়েছে, কিন্তু এখন কিছুটা স্বস্তি পেলাম। সামাজিক দুরুত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রি কিনতে পারব।
এদিকে, উলিপুর পৌর সভার বাকরের হাটের কাঁচা বাজার স্থানীয় বাকরের হাট প্রাথমিক বিদ্যালয় ও বাকরের হাট ফাজিল মাদরাসা মাঠে স্থানান্তর করা হয়েছে। এ বাজারের কাঁচামাল ব্যবসায়ী মাইদুল ইসলাম বলেন, এখন আমরাও দুরত্ব বজায় রেখে বিক্রি করতে পারছি। সবার জন্যই ভাল হলো।
সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, সরকারী নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে যাতে জনগন নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার কিনতে পারেন সেজন্য বাজার গুলো স্থানান্তর করা হয়েছে।