জাতীয় শোক দিবস উপলক্ষে মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে শহরের জেটিসি রোডে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
শনিবার দুপুরে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাসুদ খান ডাবলুর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবভলু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, কাউন্সিলর আবু রেজা নান্টু, এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, উজ্জল দত্ত, সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।