ঝিনাইদহের অর্ধশত পত্রিকা হকার পরিবারের অভুক্ত দিন কাটছে, রয়েছে চাপাকান্না। কাকডাকা সকালে শহরের অলিতে গলিতে, ফুটপাত, বাসা বাড়ি দোকানে অফিসে মানুষের ঘুম ভাঙার আগেই খবরের কাগজ পৌঁছে দেয় যারা।
করোনার ঝড়ে লণ্ডভণ্ড তাদের সংসার,মানবেতর জীবনযাপন করছে তারা,অভুক্ত দিন কাটছে তাদের পরিবারের। বহুদিন ঘুরেও কোনো সাহায্য পান নি প্রায় অর্ধশত পত্রিকার হকার। ৫% পত্রিকাও বিক্রি হচ্ছে না।
বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তারউপর রয়েছে সন্তাদের পড়াশুনার খরচ যোগানো, সামনে রমজান মাস। এখন পর্যন্ত আর্থিক সাহায্য বা ত্রাণ দেয়া হয়নি তাদের। উর্ধতন কর্তৃপক্ষের নিকট ত্রাণ দেয়ার দাবি জানিয়েছেন হকার সম্পদায়।