ঝিনাইদহ যাত্রী পরিবহনে সরকারী নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব মানছে না। ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, ফরিদপুর মহাসড়কের চলাচলরত যাত্রী বাস গুলো। একই অবস্থা জেলার অভ্যন্তরীন সড়ক চলাচলরত বাসগুলোতেও। যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও বাধ্য হয়েই তাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
একই অবস্থা লোকালবাস, সিএনজি, ইজিবাইক, ভডভডি, আলমসাধু, নচিমন, করিমন। করোনা পরিস্থিতিতে ৬০ ভাগ ভাড়া বাড়িয়ে গণপরিবহন চালু করা হয়েছিল। শর্ত ছিল ২ সিটে ১ জন, তিন সিটে ২ জন যাত্রী নেওয়ার, দাড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। সকলে মাস্ক পরিধান করা, মাস্ক ছাড়া যাত্রী না তোলা, স্যানিটাইজার ছিটানো কিন্তু কোন নিয়মই মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বাসের সুপার ভাইজার মালেকের সাথে আলাপ করলে তিনি জানান, একই পরিবারের সদস্য হলে পাশাপাশি বসায়।
ভাড়া নিচ্ছে দ্বিগুন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে যাত্রী সাধারণ। স্বাস্থ্য বিধি না মানার কারণে সংক্রমিক হতে পারেন যে কেউ। প্রশাসনকে কঠোর হওয়ার দাবী জানিয়েছেন যাত্রীরা। তবে কিছু পরিবহন নিয়ম মেনে পরিচালনা করছেন বলে জানা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে।