পাবনার চাটমোহর উপজেলায় বামনগ্রামে আরো ১জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়।পাবনায় প্রথম করোনা সনাক্ত হওয়া নারায়নগঞ্জ ফেরত যুবক (৩২) এর সম্পর্কে পিতা। তার বয়স ৬০ বছরের কোঠায়। বিশেষজ্ঞগণ মনে করছেন ছেলের সংস্পর্শে আসার কারণেই তিনিও আক্রান্ত হয়েছেন। এই নিয়ে পাবনায় এ পর্যন্ত মোট ২জন করোনা পজেটিভ সনাক্ত হলো।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান শনিবার (১৮’এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন ইতিমধ্যে গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ঐ রোগীকে পরিবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। রোববার (১৯’ এপ্রিল) সকালে তার স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।