পত্নীতলা উপজেলায় খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সরকারী ভাবে গম সংগ্রহের উদ্বোধন রবিবার করা হয়েছে।
নজিপুর খাদ্য গুদামে ২৮টাকা কেজি দরে গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার, সহকারী কমিশনার ভূমি সানজিদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নজমুল করিম, নজিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন চন্দ্র মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।
এবারে উপজেলায় গম সংগ্রহের লক্ষমাত্রা ৩৫৭মেট্রিক টন। যা সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে সরকারীভাবে ২৮টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে।