দিনাজপুর সদর থানার পল্লীতে ঘর নির্মাণে বাধা দেওয়ায় গত বুধবার সকাল সাড়ে ৮ টায় এক ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই কাটাপাড়া গ্রামের মৃত ওসমান আলীর পুত্র আফছার আলীর (৮২) সম্পত্তিতে কাটি নামে জনৈক ব্যক্তি স্থানীয় কতিপয় লোকজনের সহযোগিতায় জোরপূর্বকভাবে বাঁশ ও টিন দিয়ে ঘর নির্মাণ কাজ শুরু করে।
খবর পেয়ে আফছার আলী সহ তার নাতি নাসিব ঘটনাস্থলে এসে কাটি’কে ঘর নির্মাণ করতে নিষেধ করে। এতে কাটি সহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ আফছার আলীকে গায়ে ধাক্কা দিতে দিতে কিছুদূর নিয়ে যায়। এরপর বুকে স্বজোরে ‘এক ঘুষি’ মারলে আফছার আলী মাটিতে লুটিয়ে পড়লে তৎক্ষনাত তার মৃত্যু ঘটে। এই ঘটনা তার নাতি দেখে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে।
খবর পেয়ে কোতয়ালী পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্টামের জন্য এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। খোঁজ নিয়ে জানা যায়, আফছার আলীর প্রায় ১১ একর জমি রয়েছে। এই জমি আফছার আলীসহ তার তিনপুত্র হাসান, নাজমুল ও মিঠু কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে।
আফছার আলীর ৫ কন্যার মধ্যে জনি বাদ দিয়ে আরমানী, রাবিয়া, নাসিমা ও কুলসুমের বিবাহ হয়েছে। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বৃদ্ধের মৃত্যু ঘটনা দেখতে আশপাশের গ্রামের লোকজন ছুটে আসে। এ ব্যাপারে পারিবারিকভাবে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কিছু জানা যায় নি।