অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে ঢাকার সিএমএম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি মঙ্গলবার মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে। সিআইডি জানায়, মো. সাহেদ ও তার সহযোগীরা ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত ১১ কোটি দুই লাখ ২৭ হাজার ৮৯৭ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে।
এছাড়া করোনার মধ্যে ভুয়া পরীক্ষা এবং জাল সনদ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ৩ কোটি ১১ লাখ টাকা হাতিয়ে নেন। সিআইডির তথ্যানুসারে, সাহেদসহ তার সহযোগীদের বিরুদ্ধে এ পর্যন্ত মামলা হয়েছে ৩০ টি।