1. gnewsbd24@gmail.com : admi2019 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৩ পূর্বাহ্ন

মিলছে না গরুর মালিকের সন্ধান, মালিকের খুজ পেতে ফেইজবুক পোস্ট

হাসনাত বেগম শ্যামা, নান্দাইল প্রতিনিধি (ময়মনসিংহ) :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুটি বেওয়ারিস গরুর সন্ধান পেতে ফেইসবুেেক পোস্ট দেয়া হয়েছে। তার পরেও মিলছেনা গরুর মালিকের সন্ধান, স্থানিয় সূএে জানা গেছে, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাও গ্রামের মৃত সালাউদ্দিনের পুএ আবুল কাসেম ঘুম থেকে উঠে বাড়ির পিছনে পুকুর পবড়ে গিয়ে দুটি গরু দেখতে পায়, গরু দুটুর গলায় কালো রং এর তিন হাত পরিমানের দরি লাগানো।

তবে গরুর দুটুর মালিক খুজে পাওয়া যাচ্ছেনা, গরুগুলোর প্রকৃত মালিক খুজে পেতে আবুল কাসেম এলাকার কয়েকজন যুবকের ফেইজবুক আইডিতে গরুর ছবি সহ পোস্ট দেয়।

স্থানিয়দের ধারনা চোর ধরা পড়ার ভয়ে গরু গুলোকে এভাবে রেখে পালিয়েছে।পরে গরু গুলো হাটতে হাটতে গ্রামের ভিতরে চলে আসছে। আর এ ঘটনায় ফেজবুকের মাধ্যমে মিডিয়া কর্মি সহ ফেইজবুক কর্মি ও ফেইজবুক ব্যাবহারকারিদের নজরে আসলেও এখন পর্যন্ত মালিকের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মুনসুর আহমেদ জানান আমিও বিষয়টি ফেইজবুকে দেখেছি তবে আমাদের কেউ কিছু জানায় নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2011 Gnewsbd24
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazargewsbd451