রূপসায় নৈহাটী ইউনিয়ন পরিষদের বহুল জনপ্রিয় চেয়ারম্যান শহীদ গোলাম ফারুক হাওলাদারের ২২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শহীদ গোলাম ফারুক স্মৃতি সংসদের আয়োজনে গত ৩০ আগস্ট, ২০২০ইং সংসদের নিজেস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকাল ৪ ঘটিকায় আলোচনা শুরু হয়ে আসরবাদ দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত থেকে শহীদ চেয়ারম্যানের স্মরণে বক্তব্য দেন নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলবুল, খুলনা জেলা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি মোল¬া খাইরুল ইসলাম, নৈহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল¬া সাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন সজল, রূপসা মৎস বণিক সমিতরি সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু, সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হানিফ শেখ।
শহীদ ফারুক স্মৃতি সংসদের সভাপতি আব্দুল গফ্ফার শেখের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা মতিয়ার রহমান মতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ বেনজীর হোসেন, ইউপি সদস্য ও আ’লীগ নেতা মাহফুজুর রহামান, উপজেলা যুবলীগ নেতা শেখ সাগর, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়া, সাবেক যুবলীগ নেতা রাজিবুল ইসলাম মিনা, যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান, আব্দুর রশিদ শেখ, সংসদের সাধারণ সম্পাদক ফরিদ হাওলাদার, মোস্তাফা শেখ মুন্না, রহিম মিনা, কৃষলীগ নেতা জিয়া উদ্দিন, আরিফ সরদার, আব্দুল হালিম প্রমুখ।
উলে¬খ্য যে, অনুষ্ঠানে সদ্য প্রয়াত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম শেখ আলী আকবারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।