মাদক ব্যবসায়ী রাজুর রাজনীতি করার খায়েস জেগেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব হওয়ার খায়েস জেগেছে বলে নেতাকর্মীরা জানায়।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ বিদুৎ কেন্দ্রের ভিতর মামা আবুল কাশেমের কোয়াটারে থাকা আবুল হোসেনের ছেলে মোঃ রাজু বিএনপির সমর্থক। রাজু বিদুৎ কেন্দ্র এলাকার একজন চিহৃত মাদক ব্যবসায়ী হওয়ার পরেও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব হওয়ার জন্য দৌড় ঝাপ-শুরু করেছে। গত ১৯’সালের সেপ্টেম্বর মাসের ২৯’তারিখে ২০’পিছ ইয়াবা ট্যাবলেটসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়।
মামলা নং ৭৯(১১)১৯। সে চিহৃত মাদক ব্যবসায়ী হওয়ার পরও রাজনীতি করার খায়েস জাগায় তাকে ও তার সহযোগী যারা তাকে উৎস ও উদ্ধিপনা দিচ্ছে তাদেরকে নিয়ে সচেতন মহল ছি-ছি করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দলীয় উর্দ্ধতন নেতা-কর্মীদের দৃষ্টি কামনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সচেতন মহল জোড় দাবি জানিয়েছে।