রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের চাপায় এক ভূটভূটি চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌনে ৬ টার দিকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়ক রেলগেট বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম টুটুল(২২) কসাইপাড়ার হেলালের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় যে ভুটভুটি চালক টুটুল সিএন্ডবি থেকে ভাড়া নিয়ে রেলগেটের দিকে যাচ্ছিল।
রাজশাহী থেকে ছেড়ে আসা তেল ভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃথ্যু হয়। এই ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ এসে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।গোদাগাড়ী মডেল থানার(ওসি)খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।