কুড়িগ্রামের উলিপুরে ছাগল চুরির সাথে জড়িত থাকার সন্দেহে সুরুজ্জামান (৪২) নামের এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে অদ্য সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবের তল এলাকায়। নিহত রিক্সাচালক ওই গ্রামের খরিয়া মাহমুদের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকার মহুবর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম মুসার একটি ছাগল ১০ / ১২ দিন আগে চুরি হয় ! চুরির ঘটনায় মিনহাজুল উলিপুর থানায় একটি অভিযোগ করেন। এরপর ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিটিং সালিশও হয়েছে ! চুরি হওয়া ছাগল খুঁজে পাওয়া যায়নি।
অদ্য সোমবার দুপুরে প্রতিবেশী রিক্সাচালক সুরুজ্জামানকে বাড়ির সামনে পেয়ে জোরপূর্বক মুসা তার বাড়িতে নিয়ে গিয়ে আটক করে।সেখানে সুরুজ্জামানকে ছাগল চুরির সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নির্যাতন শুরু করে ! নির্যাতনের এক পর্যায়ে সুরুজ্জামান মুসাকে বলে যে, ১০-১২ দিন পূর্বে একটি ছাগল নিয়ে দুইজন যুবক আমার রিক্সায় করে উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেট নামক স্থানে গিয়ে রিক্সার ভাড়া দিয়ে আমাকে বিদায় দেয়।
ছাগলটি চুরি করা ছিল কিনা তা আমি জানি না। কিন্তু এরপরও মিনহাজুল ইসলাম মুসা ছাগল চুরির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে সুরুজ্জামানকে উপর্যপুরি মারধর করলে এক পর্যায়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মৌমিতা সাহা জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।