মাগুরা জেলা পুলিশের ওয়াবদা মোড় চেক পোষ্টে ডিজিটাল থার্মাল স্ক্যানার ও জীবানু নাশক স্প্রে মেশিন। পুলিশের এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে জেলা সীমান্তে ২৪ ঘন্টার জন্য চলমান এই চেক পোষ্টকে আরো কার্যকর করতে পুলিশকে উৎসাহ যোগাতে তিনি এ উপহার প্রদান করেন।
ডিজিটাল থার্মাল স্ক্যানার ও জীবাণু নাশক স্প্রে মেশিন গতকাল সোমবার বিকেলে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিনের হস্তান্তর করেন।
যা সোমবার উক্ত চেক পোষ্টে চালু করা হয়েছে। এ ডিজিটাল থার্মাল স্ক্যানার ওজীবানু নাশকম স্প্রে মেশিন দেশের বিভিন্ন স্থান থেকে জেলায় আগত মানুষদের শারীরিক তাপমাত্রা মেপে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাবস্থা গ্রহণে এই ডিজিটাল ডিভাইস বিশেষ ভুমিকা রাখবে।