নওগাঁর মান্দায় নিষিদ্ধ নেশা জাতীয় ১০০ গ্রাম প্যাথেডা ও ১০গ্রাম ক্রিপসিল ট্যাবলেটসহ এক ব্যবসায়ী ও এক সেবনকারীকে আটক করা হয়েছে। এরা হলেন উপজেলার পারনুরুল্যবাদ গ্রামের ছমির উদ্দিন সরদারের ছেলে ও ঔষধ ব্যবসায়ী স্বাধীন ফার্মেসীর মালিক মজিবর রহমান (৪৫) এবং সেবনকারী দ্বারিয়াপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে রায়হান আলী (৩২)। রোববার বেলা ৩টার সময় উপজেলার পাঁজরভাঙ্গা বাজার থেকে এক অভিযানে নিষিদ্ধ এসব নেশা জাতীয় ট্যাবলেটসহ আটক করা হয়।
মান্দা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাদের আটক করে পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক এর অফিসে নেওয়া হলে, নিষিদ্ধ এসব নেশা জাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে ব্যবসায়ী মজিবর রহমানের ৩ মাস ও সেবন করার জন্য কেনার অভিযোগে রায়হান আলীর ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
পাঁজরভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি একরামুল হক জানান, আমি নিজে ও স্থানীয়রা দীর্ঘদিন ধরে ঐ ব্যবসায়ীকে নেশা জাতীয় এ ট্যাবলেট বিক্রির জন্য বারবার নিষেধ করা সত্ত্বেও বিক্রি করে আসছিল। ঘটনার দিন তাদের আটক করে থানায় খবর দেয়া হয়।
মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত জানান, আসামীদের জেলহাজতে পাঠানো হবে।