মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি টীম (ডিবি)অভিযান চালিয়ে এক পুলিশ সদস্যসহ তিনজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয়েছে ১০০ বোতল ফেনসিডিল, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন। গতকাল বুধবার সকালে গাংনীর কল্যাণপুর কালিতলায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ছাতিয়ান গ্রামের বাবুল হোসেনের ছেলে পুলিশ সদস্য ইমরান হোসেন বিদ্যুত, একই গ্রামের শফিরুল ইসলামের ছেলে আসাদুল ও বাওট গ্রামের কাবরান আলীর ছেলে হাসিবুর।
এদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার মুরাদ আলি জানান, মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টীম কল্যাণপুর কালিতলায় অভিযান চালায়। এসময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল, দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ সুপার আরো জানান, ইমরান হোসেন বিদ্যুত একজন পুলিশ সদস্য এবং তিনি পাশর্^বর্তী জেলায় কর্মরত।