গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে জাদিুল ইসলামের বসতবাড়ী প্রতি পক্ষ বানভাসী বেগমগংরা দাবি করে একের পড় এক মামলা হামলাসহ নানা ভাবে হয়রানীর করে আসছে।
ভুক্তভোগী মকবুল হোসেনের ছেলে জাদিুল ইসলাম জানান ক্রয় সুত্রে প্রাপ্ত জমিতে ১১ বছর ধরে বসতবাড়ী নির্মান করে জীবিকা নির্বাহ করে আসছিল।উক্ত জমিতে গত ২ বছর আগে তিনতলা পাকা বাড়ী নির্মান কাজ শুরু করা হয়।
সম্প্রতি বাড়ী নির্মানে বানভাসি বেগম গংরা বিজ্ঞ আদালতে মামলা দায়ে করে নানা ভাবে মকবুল গংদের হয়রানি করে আসছেন বলে দাবী করা হয়।উক্ত জমিতে ভুক্তভোগী মকবুল হোসেন গং এর ভোগদখল এর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন এলাকাবাসী। এবিষয়ে অভিযুক্ত পরিবারের সাথে কথা বলতে গেলে তারা কেউ ক্যামেরা সামনে কথা বলতে রাজি হয়নি।