সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাদানী টাওয়ারে ইউএসবি নামক একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালায় র্যাব-১১। এ অভিযানে কুরিয়ার সার্ভিসের একটি ঝুটের বস্তার ভিতর থেকে ৪’শ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ইউসুফ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইউসুফ নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা ছৈয়দ পুর আলামিন নগর এলাকার বাসিন্দা। র্যাব-১১’র উপ-অধিনায়ক রেজাউল হক ও এএসপি নাজমুল হাসান(অপারেশন অফিসারের) নেতৃত্বে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১১’র উপ-অধিনায়ক রেজাউল হক(ইঞ্জিনিয়ার) জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।