পত্নীতলা থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ ৮টি গাঁজার গাছ উদ্ধার করেছে।
থানা সূত্রে জানাগেছে, পত্নীতলা থানার ইন্সপেক্টর তদন্ত হবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর ইউপির বিষ্টপুর এলাকার কাশেমের ছেলে দেলোয়ার (৩৮) এর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির উঠান থেকে ৮টি গাঁজার গাছ সহ ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে দেলোয়ার পালিয়ে যায়া।
এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করতে জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ১লক্ষ টাকা। পলাতক দেলোয়ারকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।