ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া হালকা ঝড়ো হাওয়া, বৃষ্টির ফলে বোরো, আউশ, ভুট্টা, পাট, শাকসবজি চাষিদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। সেচ নির্ভর ফসলে বাড়তি খরচ কিছুটা কমায় কৃষকগন অনেক খুশি হয়েছেন। গাছগুলো সজীব হবে, ফলন ভালো হবে বলে আশা করছেন তারা।
You must be logged in to post a comment.
via Imgflip