সাধারণ মানুষের সেবায় কাজ করে যাওয়া পুলিশের সদস্যগণ গরীব অসহায় অসচ্ছল মানুষের মাঝে। বুধবার সকাল ৯ টায় উজির আলী স্কুল এন্ড কলেজ ঈদগাহ ময়দানে ত্রাণ বিতরণ করেছেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, হিন্দু সম্প্রদায়ের পুরোহিতদের মধ্যে।
সকাল ১০ টায় ত্রাণ বিতরণ করেন ওয়াপদা মাঠ প্রাঙ্গণে বাস শ্রমিকদের মাঝে। এসময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জনাব হাসানুজ্জামান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। বিতরণকালে পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, সবাইকে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে এবং অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।