রাজধানীর ফরাশগঞ্জ শ্যামবাজার পবিত্র রমজানকে সামনে রেখে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযানে ফয়সাল এন্টারপ্রাইজ সহ বেশ কয়েকটি চায়না আদা রসুনের পাইকারী ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা সহ দাম নির্ধারন করে দেন।
ভোক্তা অধিকার ঢাকা ডিবিশনের ডিডি শাহরিয়ার এ জরিমানা আদায় সহ চায়না আদার পাইকারী মূল্য ১২০ টাকা নির্ধারন করে দেন।
তিনি বলেন, চায়না আদার সর্বচ্চ (এলসি) মূল্য ৯৭ টাকা, সেখানে ২৪৫ টাকা পাইকারী দামে বিক্রয় করছে ফয়সাল এন্টারপ্রাইজ, খুচরা মূল্য বিক্রি করছে ৩০০/৩৫০ টাকা এটা রিতিমত ডাকাতি।
বর্তমান আদা আমদানীর মূল্য রশীদ দেখাতে না পারায় ফয়সাল এন্টারপ্রাইজকে বাজার অস্থিতিতিশীল করা এবং মূল্যে ভেজাল করার জন্য নগদ ২০,০০০/= বিশ হাজার টাকা জরিমানা সহ আরাও ১ টি প্রতিষ্ঠান সাময়ীক বন্ধ করে দেন ।
সাধারন ক্রেতারা মনে করেন এভাবে যদি নিত্যপণ্য জিনিষের উপর ঠিক মত তদারকি থাকে তা হলে এ ধরনের অসাধু ব্যবসায়ীরা অবৈধ উপায়ে টাকা কামানোর সুযোগ থাকবেনা । ধন্যবাদ জনানা শাহরিয়ার সাহেবকে তিনি যে ভাবে গভীর থেকে সূত্র টেনে নিয়ে আসলেন তার মত অভিজ্ঞ লোক প্রতিটি বাজার মনিটরিং করেন তা হলে দেখা যাবে চাল, ডাল, পিয়াজ, আদা, রসুন সহ সকল নিত্যপণ্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।