এক সাধারন মেয়ের অসাধারন হয়ে ওঠার গল্প নিয়ে মেগা সিরিয়াল ‘পালকী’। অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন, রানী আহাদ, ইমতু রাতিশ, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, সুজাতা, গীতশ্রী, শিরিন আলম, আরজুমান্দ আরা বকুল আরো অনেকে।
পালকি, গ্রামের সহজ সরল এক কিশোরী। সে হাসতে, পড়তে, খেলতে ভালোবাসে। যার খুব আশা, পালকী চড়ে যাবে শ্বশুড়বাড়ি। ঘটনাক্রমে সেই পালকির সাথে দেখা হয়ে যায় স্বাধীনচেতা সাবাহার। সাবাহ পালকিকে নিজের বাসায় নিয়ে আসে।
সাবাহর স্বপ্ন অনেক বড় স্টার হওয়ার। স্বপ্নভঙ্গ হয় সাবাহর যখন শোনে সোহেলের সাথে তার বিয়ে। সোহেল শহরের ধনাঢ্য ব্যবসায়ীর পুত্র। সাবাহ সোহেলের বিশাল আয়োজনে বউবেশে পালকীর সাথে বিয়ে হয়ে যায় সোহেলের। শুরু হয় পালকির অধ্যায়।
পালকি জানে না এত বড় বাড়িতে, এত অভিজাত পরিবারে সে কি করবে, কীভাবে চলবে? সাধারণ পালকির সামনে একটাই পথ খোলা হতে হবে অসাধারন। তাকে লড়তে হবে পরিবারের সাথে, সমাজের সাথে, এমন কী রাষ্ট্রের সাথেও। নিজেকে যোগ্য করে তুলতে হবে বোধ, বুদ্ধি আর বিবেচনায়। প্রচারিত হচ্ছে শনি থেকে শুক্রবার প্রতিদিন রাত ১০ টায়।