শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা বৃহস্পতিবার সকালে এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিল সহ ফারুক হোসেন(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে যশোর জেলার ঝিকরগাছা থানার শিমুলিয়া (বাকড়া) গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ফাঁড়ির একটি টহল দল বাগআঁচড়া গোগা রোডের বসতপুর অটো রাইচ মিলের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিল ও একটি ডিসকভার মোটরসাইকেল সহ ফারুক হোসেনকে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইনচার্জ বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপস নেই। মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক তাদেরকে আটক করে আইনে ব্যবস্থা নেওয়া হবে। এলাকার সুধিজনেরা জানান বর্তমান ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।
এমন অফিসার যেখানেই চাকরি করবেন সেখানেই মাদক দমন করা সম্ভব বলে এলাকাবাসী জানিয়েছেন ৷