প্রাণঘাতী করোনাভাইরাসের আঘাতে বিশ্বব্যাপী এ পর্যন্ত ২৫ লাখ ৮৫ হাজার ৩৫৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৭৯ হাজার ৮৫৪ জন। করোনায় অসুস্থ হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন সাত লাখ পাঁচ হাজার ৭১৮ জন।
এ পর্যন্ত যত মানুষ করোনা আক্রান্ত হয়েছে তার শতকরা তিন ভাগের অবস্থা গুরুতর। এ সংখ্যাটা ৫৭ হাজার ২০৪। এ পর্যন্ত যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে শতকরা ২০ ভাগ মারা গেছেন। আর সুস্থ হয়ে উঠেছেন শতকরা ৮০ ভাগ মানুষ।
করোনায় এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার মধ্যে আমেরিকায় মারা গেছেন ৪৫ হাজার ৩৫৬ জন। স্পেনে ২১ হাজার ৭১৫, ইতালিতে ২৪ হাজার ৬৬৮, জার্মানিতে মারা গেছেন পাঁচ হাজার ১১৭ জন, ফ্রান্সে মারা গেছেন ২০ হাজার ৭৯৬ জন, ব্রিটেনে মারা গেছেন ১৮ হাজার ১৮৪ জন, তুরস্কে মারা গেছেন দুই হাজার ২৫৯ জন, ইরানে পাঁচ হাজার ৩৯১ জন এবং চীনে মারা গেছেন চার হাজার ৬৩২ জন।