পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় নূর মার্কেটের ২য় তলায় বাংলাদেশ আধুনিক মেডিকেল সার্ভিসেস এর উদ্বোধন সোমবার বেলা সাড়ে ১০টায় করা হয়েছে।
নওগাঁ সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বাংলাদেশ আধুনিক মেডিকেল সার্ভিসেস এর উদ্বোধন ঘোষনা করেন।
বাংলাদেশ আধুনিক মেডিকেল সার্ভিসেসের পরিচালক মোঃ আব্দুল লতিফ মীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, আরএমও ডাঃ দেবাশীষ বিশ্বাস সহ অন্যান্য সূধীজন, প্রমূখ।