রাজশাহীর তানোর উপজেলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেড ইউবিসিসিএ( বিআরডিবির) ব্যবস্থাপনা কমিটির ত্রি বার্ষিক চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির মনোনীত মাছ মার্কা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম। গতকাল সোমবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে বিআরডিবি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সমবায় সমিতির ৭২ ভোটারের মধ্যে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন আব্দুস সালাম।অপর দিকে আ”লীগ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী একরাম আলী ১২ ভোট পান এবং জাতীয় পার্টির আরমান এক ভোট পান।
বিজয়ের পর মালা পরিয়ে অভিন্দন জানান জেলা বিএনপির সদস্য সচিব শিক্ষাবিদ বিশ্বনাথ সরকার, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান, সদস্য সচিব শামসুল, সিনিয়র নেতা আলহাজ্ব মোজাম্মেল হক, প্রভাষক নুরুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুণ্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মাওলানা আবুল কাশেম, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক, কৃষক দলের সভাপতি তোফাজ্জুল, পৌর যুবদলের সভাপতি এমদাদ মণ্ডল প্রমুখ ।এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।