রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্তরে সোমবার বিকেলে বাংলাদেশ স্কাউট বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে স্কাউটদের মধ্যে ফলদ বণজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে ।
বাংলাদেশের স্কাউট বালিয়াকান্দি উপজেলার শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েতুল ইসলাম এর সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার।
এসময় বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা ঊচ্চ বিদ্যালয় সিঃ সহকারী শিক্ষক অখিল কুমার কুন্ডুসহ স্কাউট সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । উপজেলার বিভিনান বিদ্যালয়ের ৫০ জন স্কাউটদের মধ্যে এই গাছের চারা বিতরণ করা হয়।