আমরা সবাই সােচ্চার, বিশ্ব হবে সমতার” এবারের প্রতিপাদ্যকে সামনে।রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত।
জাতীয় কন্যা শিশু দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপত্বিতে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা,উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা প্রমূখ। বক্তারা বলেন, কন্যা শিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।