“আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার” এ শ্লোগান নিয়ে মাগুরায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয় ।
সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অনিতা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) জুলিয়া সুকায়না । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম,বিআরডিবি’র উপ-পরিচালক শাহানারা বেগম, সদর হাসপাতালের প্রোগাম অফিসার লাবনী রায় ও রোভা ফাউন্ডেশনের প্রোগাম অফিসার শরিফুল ইসলাম প্রমুখ ।
সভায় কন্যার শিশুর অধিকার,শিশুর স্বাস্থ্য,পুষ্টি,নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নানা সুপারিশ তুলে ধরা হয় । অনুষ্টানে জেলার বিভিন্ন নারী সমিতির শতাধিক নারী সদস্য অংশ নেয় । জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর মাগুরা এ অনুষ্টানের আয়োজন করে।