জাতীয় কন্যা শিশু দিবস-২০২০ উদযাপন উপলক্ষে পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমুর কুন্ডু, একাডেমিক সুপারভাইজার মোরশেদুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাবের সদস্য দিলিপ চৌহান সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।
শেষে আয় বর্ধক মূলক প্রশিক্ষনার্থীদের মধ্যে টেইলারিং প্রশিক্ষন ২৫জন ও ব্লক বাটিক প্রশিক্ষনের ২৫জন সর্বমোট ৫০জনকে প্রতিজনের জন্য ৬হাজার টাকার চেক এবং ক্ষুদ্র ঋণ বিতরনের পুরাতন ৫জন ও নতুন ১১জনকে ঋনের চেক প্রদান করা হয়।