গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ পৃষ্টে শুকুর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের লাল মিয়ার ছেলে শুকুর আলী (৩২ ) তার চাচা শহিদুলের সেচ মেশিন ঘরের ছিড়ে যাওয়া বিদ্যুতের তার সংযোগ দিতে যায়।
এসময় অসাবধানতা বশত: বিদ্যুত পৃষ্টে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শুকুর আলীর বড় ভাই আতাউর রহমান বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা করেন। থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।