ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অব্যহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে সমাবেশের সভাপতিত্ব করেন জেলা সভাপতি রাসেল উদ্দিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ সভাপতি ডাঃ এইচ.এম. মমতাজুল করিম, সেক্রেটারী প্রভাষক মওলানা সিহাব উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সুরা সদস্য মোঃ বদরুল আমিন, জেলা সহ সভাপতি মোঃ আরিফুল রহমান, সাংগঠনিক সম্পাদক এইচ এম নাঈম মাহমুদ। সমাবেশের পূর্বে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে।