পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বকুলবাড়িয়া খাল, গুয়াবাড়িয়া চৌরাস্তা লামনার খাল, তুলসীর খাল, দোয়ানী পটুয়াখালীর খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন গলাচিপা-দশমিনার নির্বাচিত সংসদ সদস্য এস.এম শাহজাদা সাজু (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, উপজেলা আ’লীগ এর সহ-সভাপতি হাজী মজিবুর রহমান প্যাদা, আওয়ামীলীগ নেতা মাইনুল ইসলাম রনো, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা, বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর খান প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান গলাচিপা উপজেলায় মোট ৪ টি খালে ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ৬শত ৬৮ কেজি বিভিন্ন জাতের রুই, কাতল, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হবে।