শনিবার(৩অক্টোবর) গভীর রাতে সরাইলের পাকশিমুল গ্রামে দূর্বৃত্তের হাতে খুন হলো এক নারী । নাম সেলিনা বেগম(৫০)। এ ঘটনায় গুরুতর জখম হয়েছে তার স্বামী কিতাব আলী(৬০)। আশঙ্কাজনক অবস্থায় কিতাব আলীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সেলিনা বেগমের বড় মেয়ে রহিমার কাছ থেকে জানা যায়, শনিবার রাত ১২টায় মোতালী নামে এক ব্যক্তি দলবল নিয়ে তাদের ঘরের দরজায় এসে ডাক দেয় । এত রাতে কে এসেছে সেটা দেখতে দরজা খোলে তার বাবা কিতাব আলী। কিছু বোঝার আগেই কিতাব আলীকে গলায় ছিপা দিয়ে ধরে দূর্বৃত্তরা।
মা সেলিনা বেগম চিৎকার দিলে তাকে মাথায় আঘাত করলে সে মাঠিতে লুটিয়ে পড়ে। ঘটনার অভিযুক্তরা পলাতক আছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, পাকশিমুল আদমের গোষ্ঠির বরকত আলী ও কিতাব আলীর এই দুই পরিবারে মধ্যে বহুদিন যাবৎ বাড়ি নিয়ে ঝামেলা চলছিল। এরই সূত্র ধরে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝামেলা হত। খুনের পিছনে সত্যিই বাড়ি সংক্রান্ত বিবাদ আছে কিনা তা তদন্তে করে দেখছে সরাইল থানার পুলিশ।