স্বাস্থ্যবিধি মেনে প্রাচ্যনাট আয়োজন করেছে ‘মহলা মগন’ শীর্ষক উঠান নাটকের মেলা ২০২০। ‘অবসাদ বিরুদ্ধস্রোত’ স্লোগান নিয়ে মাসব্যাপি এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে কাঁটাবনের প্রাচ্যনাট মহড়া কক্ষে। শুক্র ও শনিবার পর পর দু’দিন সন্ধ্যায় সাতটায় নাটকের প্রদর্শনী হয়েছে।
প্রতি প্রদর্শনীতে ২০জন দর্শক নাটক দেখার সুযোগ ছিলো। প্রাচ্যনাটের মাসব্যাপী এই আয়োজনে প্রচার সহযোগি হিসেবে অফিসিয়ালি যুক্ত হয়েছে “ক্ষ্যাপা”।নাট্য মেলার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস।
নাটক শেষে ২য় পর্বে মানসিক স্বাস্থ্যবিষয়ক আলোচনা-“মনো সামাজিক বিশ্লেষণ ও বর্তমান” কথা বলেন অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব, ডাঃ নাসির উদ্দিন আহমেদ, ডা. হেলাল এবং ডা. রোহানুল ইসলাম।