ভোলা বোরহানউদ্দিন সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্ল্যাহ মৃধা’র কন্যা লন্ডন প্রবাসী নিশাত অসহায় ও দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার দিন ব্যাপী সাচড়া ইউনিয়নে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন তার বাবা সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্ল্যাহ মৃধা।
প্রতি প্যাকেট ৮ কেজি চাউল, ১ কেজি বুট, ১ কেজি মসারি ডাল, আধা কেজি তৈল ও ১ কেজি লবণ করে ১শত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্ল্যাহ মৃধা জানান, আমার কন্যা লন্ডন প্রবাসী নিশাত গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক প্রবাসী তার মত এগিয়ে আসলে অসহায় মানুষের আর কষ্ট হবে না। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন মহান আল্লাহ যেনো করোনা ভাইরাসের মহা মারি হতে সকলকে রক্ষা করেন।